সাধারণদের উদ্ধারের জন্য ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধবিরতির দাবি জানানো হচ্ছিল গত কয়েকদিন ধরেই। অবশেষে সেই দাবি মেনে নিল রাশিয়া। সাধারণ নাগরিকদের উদ্ধারকার্যের জন্য সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা করল পুতিন সরকার। আজ, শনিবার রাশিয়ার পক্ষ থেকে জানানো হল, সেফ করিডরের প্রস্তাবে সম্মতি জানানো হয়েছে। সেই মোতাবেক এদিন সাময়িক যুদ্ধ বিরতির ঘোষণা করা হয়েছে। বেলারুশ বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, এদিন মারিউপোল, ভলনোভাখায় সাধারণদের উদ্ধারের জন্য সেফ প্যাসেজ দেওয়া হয়েছে। হিউম্যান করিডরের জন্যই শুধুমাত্র ওই এলাকায় আগামী সাড়ে পাঁচ ঘণ্টার জন্য যুদ্ধবিরতির ঘোষণা করা হল। এই সময়ের মধ্যে কোনও হামলা চালাবে না রুশ সেনা। পাল্টা প্রত্যাঘাত করতে পারবে না ইউক্রেনও।