বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন করলো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সকাল আটটায় শান্তিনিকেতনের আন্তর্জাতিক অতিথি সদন থেকে শুরু হয় প্রভাত ফেরি। এরপর শান্তিনিকেতনের বাংলাদেশ ভবনের শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য জানান বিশ্বভারতীর স্থানীয় ও বাংলাদেশ থেকে আগত পড়ুয়ারা। দিনভর রবীন্দ্র সংগীত ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বভারতীতে আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন করা হবে বলে জানা গিয়েছে। তবে এদিনের প্রভাত ফেরিতে দেখা যায়নি বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে।