বাংলার পঞ্চায়েত ভোটে নজিরবিহীন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। এয়ারলিফট করে বাহিনী আনার সিদ্ধান্ত কমিশনের। কারণ ভোটের বাকি আর ২৪ ঘণ্টা। এত কম সময়ে ট্রেনে করে বাহিনী আনা সম্ভব নয়। তাই লে থেকে এয়ারলিফট করে বাহিনী আনার সিদ্ধান্ত কমিশনের। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের চিঠি দিয়ে একথা জানায় রাজ্য নির্বাচন কমিশনে। লে থেকে এয়ারলিফটিং করে আনা হচ্ছে ৫ কোম্পানি এবং ২ প্ল্যাটুন কেন্দ্রীয় বাহিনী। আজকেই লে থেকে রওনা দেয় বাহিনী। আকাশপথে পানাগড় এয়ারবেসে পৌঁছয় বাহিনী। এখান থেকেই সরাসরি তাদের নির্দিষ্ট লোকেশনে মোতায়ন করা হবে। তবে ৪৮৫ কোম্পানির মধ্যে মোট কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁচচ্ছে তা এখনও স্পষ্ট নয় কমিশনের কাছে। ওদিকে বাহিনী মোতায়েনের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রকের প্রস্তাব মেনে নিল রাজ্য নির্বাচন কমিশন। আইজি বিএসএফ এসসি বুদাকোডির প্রস্তাব মেনে নিয়ে সমস্ত জেলার জেলাশাসক, পুলিস সুপার এবং পুলিস কমিশনারদের কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়ে নির্দিষ্ট পরিকল্পনা সহ চিঠি দিল রাজ্য নির্বাচন কমিশন।