জেলা

ফোনে আড়ি পাতছে কেন্দ্রীয় বাহিনী, সিআইডি তদন্ত হবে: মমতা বন্দ্যোপাধ্যায়

 চতুর্থ দফার নির্বাচনে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথোপকথনের একটি অডিও টেপ ফাঁস করেছে বিজেপি। শনিবার বর্ধমানের গলসির জনসভা থেকে ওই অডিও টেপ ফাঁস নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। এদিন তিনি অভিযোগ করেন, ‘কেন্দ্রীয় সংস্থাগুলি তাঁর ফোনে নিয়মিত আড়ি পাতছে।’ আড়িপাতার ঘটনা নিয়ে সিআইডিকে দিয়ে তদন্ত করানো হবে বলেও জানান তৃণমূল সুপ্রিমো। এদিন গলসিতে নির্বাচনী সভায় বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অডিও টেপ ফাঁস প্রসঙ্গে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বলেন, ‘বিজেপি নেতারা তৃণমূল নেতাদের ফোনে আড়ি পাতছেন। এধরনের বেআইনি কাজ কোনওভাবেই বরদাস্ত করা হবে না। যারা এধরনের কাজের সঙ্গে যুক্ত তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আসলে তৃণমূলের উন্নয়নের কাজের সঙ্গে পাল্লা না দিতে পেরে বিজেপি ষড়যন্ত্র করছে।’ এরপরই সিআইডি তদন্তের হুমকি দিয়ে তৃণমূল নেত্রী বলেন, ‘আমার কাছে খবর আছে এধরনের কাজে ব্যবহার করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে। এছাড়া বেশ কিছু এজেন্টও এধরনের কাজে যুক্ত। বিজেপির দাবি ভিত্তিহীন। ফোনে আড়িপাতার ঘটনার পিছনে বিজেপি হাত রয়েছে, এটা পরিষ্কার হয়ে গিয়েছে।’ উল্লেখ্য, শুক্রবার ওই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই অডিও টেপটি ফাঁস করেন বিজেপির সর্বভারতীয় আইটি সেলের প্রধান অমিত মালব্য। তিনি অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শীতলকুচি কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায়ের সঙ্গে ফোনে আলোচনা করছেন শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের গুলিতে নিহত চারজনের মৃতদেহ নিয়ে মিছিল বের করা হবে। ওদের কমান্ডান্ট এবং এসপি, আইসিকে ফাঁসাতে হবে বলেও ফোনালাপে মন্তব্য করেছেন মমতা।