রাজ্যে আরও ৩টি নতুন ইএসআই হাসপাতাল তৈরি করতে চলেছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই দেওয়া হয়েছে এই সংক্রান্ত অনুমোদন। সংসদে এই কথা জানিয়ে দিয়েছেন শ্রমমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রামেশ্বর তেলি। রাজ্যের শিলিগুড়ি, হলদিয়া ও গড়শ্যামনগরে গড়ে তোলা হবে নতুন এই তিনটি ইএসআই হাসপাতাল। লোকসভায় এই সংক্রান্ত প্রশ্নের লিখিত জবাবে শ্রমমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, পশ্চিমবঙ্গের তিনটি সহ সারা দেশে মোট ৫৪টি নতুন ইএসআই হাসপাতাল তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। সবথেকে বেশি নতুন হাসপাতাল তৈরির অনুমোদন দেওয়া হয়েছে অন্ধ্রপ্রদেশকে। ইএসআই গ্রাহক ও আওতাভুক্তরা স্পেশালাইজড চিকিৎসা পরিষেবা পাবেন।