দেশজুড়ে দেখা দিয়েছে ভ্যাকসিনের হাহাকার। পর্যাপ্ত ভ্যাকসিন না থাকায় বন্ধ টিকাকরণ। বিরোধীদের কড়া আক্রমণের মুখে পড়তে হচ্ছে কেন্দ্রীয় সরকারকে। এক্ষেত্রে একটাই উপায়, দেশজুড়ে বাড়াতে হবে টিকার উত্পাদন। শোনা যাচ্ছে, কোভ্যাক্সিনের উত্পাদন বাড়াতে অন্য সংস্থাকেও আমন্ত্রণ জানাচ্ছে কেন্দ্র। ঘাটতি কমানোর জন্যই অন্য সংস্থাগুলিকে কোভ্যাক্সিন তৈরি কথা বলছে কেন্দ্র। আর সেই প্রস্তাবে সায় দিয়েছে ভারত বায়োটেক। তারা তাদের ফর্মুলাও ভাগ করে নিতে প্রস্তুত। ভারত বায়োটেকের সঙ্গে এ বিষয়ে কথা বলার পরে বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় সরকারের পরামর্শদাতা এবং নীতি আয়োগের সদস্য ভিকে পল। ডক্টর ভিকে পাল জানান, অনেকেই বলছিলেন টিকার অভাব মেটাতে এবং কোভ্যাক্সিনের উত্পাদন বাড়াতে অন্য সংস্থাতেও এর উত্পাদন চালু করা হোক। কেন্দ্রের তরফে যখন এই প্রস্তাব নিয়ে আলোচনা করা হয় ভারত বায়োটেকের সঙ্গে, তারা এতে রাজি হয়। সূত্র মারফত খবর, এই টিকাটি শুধুমাত্র বিশেষ বিএসএল৩ ল্যাবে তৈরি করা সম্ভব। সব সংস্থার কাছে এই ল্যাব নেই। কিন্তু যাদের কাছে আছে এবং যারা আগ্রহী, তারা এই টিকা তৈরিতে হাত লাগাতে পারে বলে ঠিক করা হয়। জানা যাচ্ছে Indian Immunologicals Ltd (IIL), BIBCOL এবং Haffkine Institute এই ভ্যাকসিন প্রস্তুত করা শুরু করবে। ২০২১ এর সেপ্টেম্বর থেকে ভ্যাকসিন প্রস্তুত করা শুরু করবে IIL। অন্যদিকে BIBCOL এবং Haffkine Institute নভেম্বর থেকে ভ্যাকসিন তৈরি করবে।