কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়াল কেন্দ্রীয় সরকার। আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সেই সিদ্ধান্তে শিলমোহর দেওয়া হয়েছে। একধাক্কায় ৩ শতাংশ বাড়ানো হল ডিয়ারনেস অ্যালাউন্স (ডিএ) বা মহার্ঘ ভাতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীরা মূল বেতন কিংবা পেনশনের ওপরে ২৮ শতাংশ হারে মহার্ঘভাতা পেতেন। এবার সেটাই বাড়িয়ে করা হচ্ছে ৩১ শতাংশ। কেন্দ্রীয় মন্ত্রিসভার এদিনের সিদ্ধান্তের পরে তা ৩ শতাংশ বেড়ে হল ৩১ শতাংশ। মোদি সরকারের এদিন সিদ্ধান্তের জেরে ৪৭.১৪ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং ৬৮.৬২ লক্ষ পেনশনভএাগী উপকৃত হবেন। ১ জুলাই, ২০২১ থেকেই নতুন হারে মহার্ঘ ভাতা কার্যকর হবে। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকর এ দিন সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, সরকারের এই ঘোষণার ফলে উপকৃত হবেন ৪৭ লক্ষ ১৪ হাজার কর্মী। উপকৃত হবেন ৬৮ লক্ষ ৬২ হাজার পেনশনভোগীও। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, বর্ধিত এই ডিএ দেওয়ার জন্য সরকারের মোট খরচ বাড়ল বছরে ৯ হাজার ৪৮৮ কোটি টাকা। করোনা পরিস্থিতি জেরে মাঝে এক বছর ডিএ বাড়ানো হয়নি। এক বছর পর গত জুলাই মাসে ১৭ শতাংশ থেকে ডিএ বাড়িয়ে ২৮ শতাংশ করা হয়। ৩ শতাংশ বাড়তি মহার্ঘভাতা দিতে কেন্দ্রীয় সরকারে বাড়তি খরচ হবে ৯,৪৮৮.৭০ কোটি টাকা। গত বেশ কয়েকমাস ধরেই শোনা যাচ্ছিল ৩ শতাংশ মহার্ঘভাত বৃদ্ধির কথা। এবার সেই সিদ্ধান্ত কার্থকর করল সরকার। এই ৩ শতাংশ মহার্ঘভাতা পাওয়া ছিল ১ জুলাই থেকেই। দেশে করোনা পরিস্থিতির কারণে ১ জানুয়ারি ২০২০ থেকে মহার্ঘভাতা বৃদ্ধি স্থগিত রেখেছিল সরকার। দেশে করোনা মহামারী শুরুর পরেই কেন্দ্রীয় সরকারের তরফে মহার্ঘভাতা স্থগিত রাখার কথা জানিয়ে দেওয়া হয়েছিল। এরপর ১ জুলাই ২০২০ এবং ১ জানুয়ারি ২০২১ এই দুই কিস্তিও দেওয়া হয়নি। তবে এই বছরের জুনে জানানো হয় বকেয়া ডিএ না দেওয়া হলেও জুলাই থেকে তিন কিস্তি ডিএ দেওয়া হবে। হিসেব অনুযায়ী, ২০২০-র জানুয়ারিতে ৪ শতাংশ, ২০২০-র জুলাইয়ে ৩ শতাংশ এবং ২০২১-এর জানুয়ারিতে ৪ শতাংশ , সব মিলিয়ে ১১ শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধি করা হয়েছিল।