দেশ

এবার দেশের টেলিকম ক্ষেত্রে ১০০ শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে অনুমোদন মোদি সরকারের, স্বস্তিতে সংস্থাগুলি

বিমানবন্দর ও খুচরো ব্যবসার পর টেলিকমেও ১০০ শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের দরজা খুলে দিল মোদি সরকার ৷ এতদিন এই ক্ষেত্রে সরাসরি ৪৯ শতাংশ এফডিআই-এর ছাড়পত্র ছিল ৷ এবার সেটা বাড়িয়েই করা হল ১০০ শতাংশ ৷ বুধবার সরকারের নয়া সিদ্ধান্তের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় টেলিকমমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷ তিনি জানিয়েছেন, ‘‘স্বয়ংক্রিয় প্রক্রিয়া মেনে মাধ্যমেই টেলিকমে ১০০ শতাংশ পর্যন্ত প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’