মারণ ভাইরাসের হাত থেকে বাঁচতে ভ্যাকসিনের দিকে তাকিয়ে আছে দেশের সমস্ত মানুষ। কিন্তু সমস্ত দেশবাসীকে করোনা ভাইরাসের টিকা দেওয়ার কোনো পরিকল্পনা নেই সরকারের। স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ আজ সেরকমই ইঙ্গিত দিলেন। সাংবাদিক সম্মেলনে রাজেশ ভূষণ বলেন, “সরকার কখনই সমস্ত দেশবাসীকে টিকা দেওয়ার বিষয়ে কথা বলেনি।” যাঁরা ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন এবং যাঁদের শরীরে অ্যান্টিবডি রয়েছে, তাঁদের ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছেন তিনি।