নয়াদিল্লিঃ চরম সংকটে ভারতের অর্থনীতি ৷ চলতি সপ্তাহে জিডিপি-এর রিপোর্ট বলছে ভারত আর্থিক মন্দায় প্রবেশ করেছে ৷ দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে আরও ২৬ সরকারি কোম্পানির বেসরকারিকরণের পথে এগোচ্ছে কেন্দ্র ৷ গত ২৭ জুলাই অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছিলেন, আরও ২৩টি পাবলিক সেক্টরের বেসরকারিকরণে সিদ্ধান্ত নিয়েছে সরকার ৷ এই বিষয়ে ইতিমধ্যেই সবুজ সঙ্কেত দিয়েছে ক্যাবিনেট বলেও জানিয়েছিলেন অর্থমন্ত্রী ৷ আরও ২৩ কোম্পানির বেসরকারিকরণের কথা বললেও সেগুলো কোন কোনটি তা স্পষ্ট করেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ আরটিআই আবেদনে জানা গিয়েছে, ২৩ নয় মোট ২৬টি সরকারি কোম্পানি থেকে নিজের অংশ বিক্রি করতে চলেছে কেন্দ্র ৷ আরটিআইয়ের মাধ্যমে এই তালিকায় অন্তর্ভুক্ত কোম্পানিগুলির নামও জানতে চাওয়া হয়েছিল ৷ সেই তথ্য থেকেই স্পষ্ট আরও সরকারি সম্পত্তি বেসরকারিকরণের উদ্যোগ নিয়েছে কেন্দ্র ৷ বাজার চলতি দরের উপরই নির্ভর করবে নিজের কত শতাংশ অংশীদারিত্ব ছাড়া হবে ৷ আরটিআই আবেদনে নির্দিষ্টভাবে ইউকো ব্যাংক সহ কিছু কোম্পানির নাম উল্লেখ করে জানতে চাওয়া হয়েছিল সরকার এই সংস্থাগুলির বেসরকারিকরণের জন্য উদ্যোগী কিনা ৷ ওই আবেদনের জবাবে বেসরকারিকরণের জন্য তৈরি ২৬ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে ৷ সেই সরকারি কোম্পানি গুলি হল –
1) Project & Development India Limited (PDIL)
2) Engineering Projects India Limited (EPIL)
3) Pawan Hans Limited (PHL)
4) B &R Company Limited (B &R)
5) Air India
6) Central Electronics Limited(CEL)
7) Cement Corporation India Limited CCIL (Nayagaon unit)
8) Indian Medicine & Pharmaceuticals Corporation Ltd. (IMPCL)
9) Salem Steel Plant, Bhadrawati Steel Plant, Durgapur Steel plant
10) Ferro Scrap Nigam Ltd. (FSNL)
11) Nagarnar Steel Plant of NDMC
12) Bharat Earth Movers Limited (BEML)
13) HLL Lifecare
14) Bharat Petroleum Corporation Ltd. (BPCL)
15) Shipping Corporation of India Ltd. (SCI)
16) Container Corporation of India Ltd (CONCOR)
17) Nilachal Ispat Nigam Limited (NINL).
18) Hindustan Prefab Limited (HPL)
19) Bharat Pumps and Compressors Ltd (BCPL)
20) Scooters India Ltd (SIL)
21) Hindustan Newsprint Ltd (HNL)
22) Karnataka Antibiotics & Pharmaceuticals Ltd (KAPL)
23) Bengal Chemicals and Pharmaceuticals Ltd. (BCPL)
24) Hindustan Antibiotics Ltd. (HAL)
25) Indian Tourism Development Corporation (ITDC)
26) Hindustan Fluorocarbon Ltd (HFL)