প্রতিবাদীদের কৃষকদের উপর দিয়ে গাড়ি চালানোর অভিযোগে কাঠগড়ায় মন্ত্রী পুত্র। সূত্রে খবর, এই দুর্ঘটনায় তাঁদের ৪ জন সদস্য মৃত। আহত কৃষক নেতা তাজিন্দর সিং ভির্ক। জানা গিয়েছে, উত্তর প্রদেশের লখিমপুর খেরির তিকুনিয়া এলাকার এই ঘটনা। সংযুক্ত কিষাণ মোর্চার মুখপাত্র জগতার সিং বলেন, ‘আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ করছিলাম। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ছেলের গাড়ি আমাদের পিষে দিয়ে চলে যায়। অনেকে আহত, একাধিক কৃষক নিহত।’ তাঁর মন্তব্য, ‘কৃষকদের গণতান্ত্রিক উপায়ে আন্দোলনের
কোনও অধিকার নেই।’ ঘটনার গুরুত্ব বিচার নেতা কৃষক আন্দোলনের অন্যতম নেতা রাকেশ টিকায়েত লখিমপুর খেরি রওয়না দিয়েছেন। এদিকে, এই ঘটনার জন্য অভিযুক্ত মন্ত্রীর ছেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। সেই মন্ত্রীকে বরখাস্ত করার দাবি জানিয়েছে কৃষক সংগঠনগুলো। এদিকে, এই ঘটনায় নিন্দা করে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ‘লখিমপুর খেরির বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানাই। আমাদের কৃষকদের প্রতি বিজেপির বিমাতৃসুলভ আচরণ আমাকে মর্মাহত করেছে। তৃণমূলের ৫ সাংসদের প্রতিনিধি দল আগামিকাল মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবে। কৃষকদের প্রতি আমাদের নিঃস্বার্থ সমর্থন রয়েছে।’