চিন ও পাকিস্তান সীমান্তে অভিযানের জন্য ১৫৬টি লাইট কমব্যাট হেলিকপ্টার কিনতে চলেছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক। এই কপ্টারগুলি তৈরি করা হবে দেশেই। তৈরি করবে হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেড বা হ্যাল। এই বিষয়ে প্রতিরক্ষা ক্রয় চুক্তি অনুমোদন করল কেন্দ্র। সংবাদ সংস্থা জানিয়েছে, এ দিন নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৫৬টি মেড-ইন-ইন্ডিয়া লাইট কমব্যাট হেলিকপ্টার ‘প্রচণ্ড’ কেনার জন্য হ্যাল-এর সঙ্গে ৪৫,০০০ কোটি টাকার চুক্তি অনুমোদন করা হয়েছে। এএনআই-কে প্রতিরক্ষা মন্ত্রকের এক কর্তা জানিয়েছেন, এর আগে এত বড় অর্ডার পায়নি হ্যাল। ওই কর্তা আরও জানিয়েছেন, কর্নাটকের বেঙ্গালুরু এবং তুমকুরে হ্যালের কারখানায় হেলিকপ্টারগুলি তৈরি করা হবে। এএনআই আরও জানিয়েছে, ১৫৬টি হেলিকপ্টারের মধ্যে ভারতীয় সেনাবাহিনী পাবে ৯০টি এবং আর বাকি কপ্টারগুলি পাবে ভারতীয় বায়ুসেনা। গত বছরের জুন মাসেই এলসিএইচ-এর জন্য প্রাথমিক অর্ডার দেওয়া হয়েছিল হ্যালকে। ২০২২ সালের অক্টোবরে আনুষ্ঠানিকভাবে প্রথমবার ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভুক্ত করা হয়েছিল প্রচণ্ড হেলিকপ্টারগুলিকে। এই ১৫৬টি হেলিকপ্টার সেনা ও বায়ুসেনার হাতে এসে গেলে পাকিস্তান ও চিন সীমান্ত এলাকায় নজরদারি এবং প্রয়োজনে সামরিক অভিযানের ক্ষেত্রে এক লাফে অনেকটা এগিয়ে যাবে ভারত, এমনটাই আশা করা হচ্ছে। প্রচণ্ড কপ্টারগুলির সবথেকে বড় বৈশিষ্ঠ হলো, এটি বিশ্বের একমাত্র অ্যাটাক হেলিকপ্টার যা ৫,০০০ থেকে ১৬,৪০০ ফুট উচ্চতায় উড়তে এবং নামতে পারে। তাই পূর্ব লাদাখের সিয়াচেন হিমবাহের মতো চিন-পাকিস্তানের সীমান্তবর্তী সুউচ্চ এলাকাগুলির জন্য এই কপ্টার আদর্শ। শুধু তাই নয়, প্রচণ্ড হেলিকপ্টার থেকে আকাশ থেকে মাটি এবং আকাশ থেকে আকাশ… দুই ধরনের ক্ষেপণাস্ত্রই নিক্ষেপ করা যায়। এ ছাড়া এই কপ্টারে রয়েছে একটি ইন্টিগ্রেটেড ডেটা চিপ। এই চিপ থাকায় এই কপ্টার নেটওয়ার্ক-কেন্দ্রিক কাজকর্ম করতে পারে। যা আধুনিক যুদ্ধ পরিস্থিতিতে সুবিধা দেবে ভারতকে। এখানেই শেষ নয়। কপ্টারগুলি একেবারে দেশিয় ভাবে তৈরি হবে বলে, এর ফলে দেশের অভ্যন্তরে কর্মসংস্থান সৃষ্টি হবে। তা ছাড়া, প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের দিকেও অনেকটা এগিয়ে যাবে ভারত।
