আরিয়ানের গ্রেপ্তারির নেপথ্যে রাজনীতি প্রসঙ্গও উঠে আসছে। এই আবহে বিস্ফোরক মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা মহাজোটের শরিক ন্যাশনাল কংগ্রেস পার্টির মন্ত্রী ছগন ভুজবল। তিনি বলেন, ‘শাহরুখ খান বিজেপিতে যোগ দিলেই মাদক হয়ে যাবে চিনির গুড়ো।’ তাঁর আরও অভিযোগ, গুজরাটের মুন্দ্রা বন্দর থেকে উদ্ধার মাদকের কোনও তদন্তই করেনি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। শুধুমাত্র আরিয়ান-কাণ্ড নিয়েই ব্যস্ত তাঁরা। গত ২ অক্টোবর মুম্বই থেকে গোয়াগামী কর্ডেলিয়া ক্রুজে রেভ পার্টি বিলাসবহুল কর্ডেলিয়া ক্রুজের রেভ পার্টি থেকে এনসিবি আটক করে আরিয়ানকে। দীর্ঘ জেরার পর তাঁকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে জেল হেফাজতে রয়েছেন তিনি। আদৌ কবে জামিন পাবেন আরিয়ান তা এখনও নিশ্চিত নয়। চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যারও নাম জড়িয়েছে এই কাণ্ডে। বৃহস্পতিবারই মুম্বইয়ের আর্থার রোডে গিয়ে ছেলের সঙ্গে দেখা করেন শাহরুখ। তারপরেই এনসিবির আধিকারিকরা শাহরুখের ‘মান্নাতে’ যান। আরিয়ানের সমস্ত ইলেকট্রনিক ডিভাইস জমা দিতেই শাহরুখের বাড়িতে গিয়েছিলেন এনসিবির কর্তারা।