তিস্তার জলে প্লাবিত হল করলা নদী। জলমগ্ন জলপাইগুড়ি। বানভাসি হয়ে ত্রাণ শিবিরগুলিতে আশ্রয় নিয়েছে শতাধিক পরিবার। আর ওই শিবিরে থাকা ঘরছাড়াদের রাতের খাওয়ার নিজের হাতে রান্না করে খাওয়ালেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল। পাহাড় ও সমতলে অতিভারী বৃষ্টির জেরে ব্যাপক জলস্ফীতি হয়েছে তিস্তা নদীতে। একই সঙ্গে জল বাড়ে করলা নদীতেও। ফলে জলপাইগুড়ি পুর এলাকার ১, ৩ এবং ২৫ নং ওয়ার্ড সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়ে। বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের
জন্য বানভাসি মানুষেরা আশ্রয় নেয় ২৫ নং ওয়ার্ডের রাস্তায়। দুর্গতদের পাশে দাঁড়ায় জলপাইগুড়ি পুরসভা এবং তৃণমূলের এসসিএসটিওবিসি সেলের সদস্যরা। এলাকায় খোলা হয় ত্রাণ শিবির। বন্যা দুর্গতরা ত্রাণ শিবিরে কেমন আছেন তা দেখতে বুধবার রাতে এলাকায় পৌঁছন জলপাইগুড়ি পুরসভার চেয়ারপার্সন । তখন শিবিরের লোকদের জন্য রাতের রান্নার তোড়জোড় চলছিল। সেখানে গিয়ে পাপিয়া দেবী রান্নার কাজে হাত লাগান। নিজে হাতে বিশাল আকারের কড়াইয়ে খিচুড়ি ও সোয়াবিনের তরকারি রান্না করেন। সেই খাবার পরিবেশন করেন তৃণমূল কর্মীরা।