খেলা

CSK Vs MI: ৪ উইকেটে জয়ী চেন্নাই সুপার কিংস

মুম্বই ইন্ডিয়ান্স: ১৫৫-৯ (তিলক ৩১, সূর্য ২৯, নূর ৪-১৮)
চেন্নাই সুপার কিংস: ১৫৮-৬ (রাচীন রবীন্দ্র ৬৫, ঋতুরাজ গায়কোয়াড় ৫৩)
চেন্নাই সুপার কিংস ৪ উইকেটে জয়ী।

গোটা দেশ ধরেই নিয়েছিল আজ রবিবার থেকে শুরু হচ্ছে আইপিএল। সে যতই আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান শনিবার হোক না কেন! হলুদ বনাম নীল। ধোনি বনাম রোহিত। সিএসকে বনাম মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলের ‘এল ক্লাসিকো’ হিসেবে চিহ্নিত হয়েছিল এই লড়াই। সেই লড়াইয়ে সিএসকে খুব সহজেই জিতল। চেন্নাই এদিন জিতেছে ৪ ইউকেটে।  মাত্র ৫ বল বাকি থাকতে। কিন্তু বাস্তব হল, গোটা ম্যাচের বেশিরভাগ সময়ই দাপট দেখিয়েছে ইয়েলো আর্মি। প্রথম ইনিংসে কিছুটা সময় বাদ দিলে সেভাবে ম্যাচেই ছিল না মুম্বই। রবিবার চিপকে ইনিংসের শুরুর দিকে পর পর উইকেট খুইয়ে চাপে পড়ে যায় মুম্বই। সেখান থেকে তিলক বর্মার সঙ্গে জুটি বেঁধে মুম্বইকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন অধিনায়ক সূর্যকুমার যাদব। কিন্তু মুম্বই ইনিংসের ১১তম ওভারে অনবদ্য ক্ষিপ্রতায় সূর্যকুমার যাদবকে স্টাম্প আউট করে খেলা থেকে মুম্বইকে ম্যাচ থেকে কার্যত ছিটকে দেন মহেন্দ্র সিং ধোনি। সূর্যর উইকেটের পর একের পর এক উইকেট খোয়াতে থাকে মুম্বই। শেষ পর্যন্ত রোহিতদের ইনিংস শেষ হয়ে যায় ১৫৫ রানে। সূর্য ২৯ রান করেন। তিলক বর্মা করেন ৩১। শেষদিকে ২৮ রানের অনবদ্য ইনিংস খেলে দলের রানটাকে সম্মানজনক জায়গায় পৌঁছে দেন দীপক চাহার। মুম্বইয়ের এই দুর্দশার মূল কারিগর নূর আহমেদ। তিনি ৪ ওভারে ১৮ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি চেন্নাইয়েরও। দ্বিতীয় ওভারেই প্যাভিলিয়নে ফিরে যান রাহুল ত্রিপাঠী। কিন্তু প্রথম উইকেটের পর জুটি বেঁধে চেন্নাই ইনিংসের হাল ধরেন রাচীন রবীন্দ্র এবং ঋতুরাজ গায়কোয়াড়। ৬৭ রান যোগ করে সেই জুটি। অধিনায়ক ঋতুরাজ মাত্র ২৬ বলে ৫৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন। তাঁকে ফেরান মুম্বইয়ের তরুণ রহস্য স্পিনার ভিগনেশ পুথুর। ওই তরুণ স্পিনারের হাত ধরেই এরপর খানিক লড়াইয়ে ফেরে মুম্বই। একে একে শিবম দুবে, দীপক হুডা, স্যাম কুরানরা প্যাভিলিয়নে ফেরেন। তবে রাচীন রবীন্দ্র এবং রবীন্দ্র জাদেজা শেষদিকে মাথা ঠান্ডা রেখে একপ্রকার অনায়াসেই দলকে জিতিয়ে দেন। রাচীন একাই করেন ৬৫ রান। শেষদিকে অবশ্য দুটো বলের জন্য মাঠে নামতে হয় মহেন্দ্র সিং ধোনিকেও।  এদিনের সহজ জয় আরও একবার বুঝিয়ে দিল, এই মরশুমেও নিজেদের ঘরের মাঠে অপ্রতিরোধ্য হতে চলেছে চেন্নাই সুপার কিংস।