জেলা

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের মুখে রাজ্যপাল, উঠল ‘গো ব্যাক’ স্লোগান

 উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পৌঁছে ফের বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বুধবার সকাল ১০টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছয় রাজ্যপালের কনভয়। আজ রাজ্যের ১৩টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করবেন রাজ্যপাল। সেই উদ্দেশেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এলেন রাজ্যপাল। কিন্তু বিশ্ববিদ্যালয়ে ঢোকার মুখে সোমবারের মতোই ফের বিক্ষোভের মুখে পড়তে হল তাঁকে।  রাজ্যপালের কনভয় পৌঁছনোর আগেই বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হয়েছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকেরা। তাঁরাই কালো পতাকা দেখিয়ে ‘গো ব্যাক’ স্লোগান তোলেন। তুমুল বিক্ষোভের মাঝে কোনওক্রমে ভিতরে প্রবেশ করেন রাজ্যপাল। শেষমেশ শুরু হয় বৈঠক।