কলকাতা

করোনায় আক্রান্ত ছত্রধর মাহাতো, রিপোর্ট জমা দিলেন আদালতে

১১ বছর আগেকার দুই সিপিআই(এম) কর্মী খুনের ঘটনায় পুরানো মামলারই নতুন করে শুনানি শুরু হয়েছে কলকাতার নগরদায়রা এনআইএ আদালতে। সেই মামলাতেই ইউএপিএ ধারা যুক্ত করে এবার ছত্রধর মাহাতো সহ আরও ৫জনকে নিজেদের হেফাজতে নিতে চাইছে এনআইএ। এদিন ছিল ছত্রধর মাহাতোর আদালতে হাজিরার দিন। কিন্তু এদিন তাঁর আইনজীবি আদালতে জানান যে তাঁর মক্কেল করোনায় আক্রান্ত হয়েছেন। সেই মর্মে তিনি ছত্রধর মাহাতোর আরটি পিসিআর রিপোর্টও জমা দেন। স্বভাবিক ভাবেই এখনই আর ছত্রধর মাহাতোকে নিজেদের হেফাজতে নিতে সক্ষম হল না এনআইএ। তবে সপ্তাহ দুই পরে আবারও তাঁকে আদালতে হাজিরা দিতে হতে পারে বলেই জানা গিয়েছে।এদিকে তাঁর ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, ইচ্ছাকৃত ভাবে ছত্রধর মাহাতোকে জেলবন্দি করার জন্য এনআইএকে দিয়ে এইসব করাচ্ছে বিজেপি। কারন জঙ্গলমহলের বুকে এখনও ছত্রধর মাহাতোর দাপট ও শ্রদ্ধা রয়েছে। সেই ছত্রধর মুক্তি পেয়ে শুধু তৃণমূলের রাজ্য কমিটির সম্পাদক হয়েছেন তাই নয়, আগামী রাজ্য বিধানসভার নির্বাচনে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের হয়ে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় প্রচার চালানোর কথা জানিয়েছেন। এর জেরে ওই চার জেলায় বিজেপির ভোটব্যাঙ্কে বড়সড় আঘাত নেমে আসতে পারে।