ট্রাকের সঙ্গে গাড়ির ধাক্কায় ঝলসে মৃত্যু দুই যুবকের ৷ ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের কোরবা জেলায় অম্বিকাপুর-কাটগোড়া জাতীয় সড়কের উপর ৷ পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে স্থানীয় চোটিয়া টোল প্লাজার সামনে ঘটনাটি ঘটে ৷ পুলিশের তথ্য অনুযায়ী, মৃতরা হলেন শিবম সিং ও বিকাশ লাকরা ৷ তাঁরা দু’জনেই অম্বিকাপুরের কেদরপুর এলাকায় বাসিন্দা ৷ তাঁরা অম্বিকাপুর থেকে কাটগোড়ার দিকে যাচ্ছিলেন ৷ সেই সময় ঘটনাটি ঘটে ৷ দ্রুতগতিতে রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি গাড়িতে সজোরে ধাক্কা মারে ট্রাকটি ৷ দ্রুতগতির জন্য দুর্ঘটনার অভিঘাত ছিল খুব বেশি। তার জেরে প্রায় সঙ্গে সঙ্গে গাড়িটিতে আগুন ধরে যায় ৷ দুর্ঘটনার সময় গাড়িতে 2 জন যাত্রী ছিলেন ৷ কিছু বুঝে ওঠার আগেই আগুনে তাঁরা ঝলসে যান ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোরবা থানার পুলিশ ৷ আগুন নিভিয়ে উদ্ধারের কাজ শুরু করে তারা ৷ গাড়ির দরজা ভেঙে দুজনের দেহ বের করে আনা হয় ৷ দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পলাতক ট্রাকের চালক ৷ তার খোঁজে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে ৷ ঘটনায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ ৷ ইতিমধ্যেই, মৃতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে ৷ রাতেই তারা ঘটনাস্থলে পৌঁছন ৷ মৃতদেহ শনাক্ত করতে তাঁদের ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কোরবার পুলিশ সুপার সিদ্ধার্থ তিওয়ারি, এএসপি ইউএসবি চৌহান, কাটঘোরার এসডিপিও পঙ্কজ সিং-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা ৷