প্রাকৃতিক দুর্যোগের মধ্যে নির্বাচন করানোর বিষয়ে এবার জরুরি বৈঠকে বসতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন ৷ সূত্রের খবর, আজ কলকাতা দক্ষিণের জেলা নির্বাচন আধিকারিক এবং মুর্শিদাবাদ জেলা নির্বাচন আধিকারিক-সহ কমিশনের অন্যান্য আধিকারিকদের সঙ্গে এই বৈঠক করবেন মুখ্য নির্বাচন আধিকারিক ৷ বঙ্গোপসাগরের তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে মঙ্গলবার এবং বুধবার রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ সেই নিয়েই এবার জরুরি এই বৈঠক ডাকা হয়েছে ৷ আগামী 30 সেপ্টেম্বর ভবানীপুর বিধানসভায় উপনির্বাচন রয়েছে ৷ আর মুর্শিদাবাদে জঙ্গিপুর এবং সামশেরগঞ্জ কেন্দ্রে নির্বাচন রয়েছে ৷ এই নির্বাচনের মধ্যেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঘূর্ণাবর্তের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর ৷ এই পরিস্থিতিতে কীভাবে নির্বাচন করা হবে, সে নিয়ে আলোচনা করতেই আজ এই জরুরি বৈঠক ডেকেছেন মুখ্য নির্বাচন আধিকারিক ৷ দুর্যোগের মধ্যে ভোটারদের যাতে বুথে পৌঁছাতে সমস্যা না হয়, সেই নিয়ে কলকাতা দক্ষিণ এবং মুর্শিদাবাদের নির্বাচন আধিকারিকদের বেশ কিছু নির্দেশ দিতে পারেন মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব ৷ পাশাপাশি, আজ সন্ধ্যা ৬টার পর নির্বাচনী প্রচারের সময় শেষ হয়ে যাচ্ছে ৷ এই তিন নির্বাচনী কেন্দ্রগুলির নিরাপত্তার বিষয় নিয়েও আলোচনা হতে পারে বলে কমিশন সূত্রে খবর ৷ সেইসঙ্গে ভোটের আগের দিন এবং ভোটের দিনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও বিস্তর আলোচনা হবে ওই বৈঠকে ৷