দেশ

বিচারপতি নিয়োগে তৎপরতা, কেন্দ্রীয় আইনমন্ত্রকের প্রশংসায় পঞ্চমুখ সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি

বিচারপতি নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রের ততপরতার ভূয়সী প্রশংসা করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানা। দিন কয়েক আগেই সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশ মেনে একসঙ্গে ৯ জন বিচারপতি নিয়োগে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় আইনমন্ত্রক। কোনও আপত্তি ছাড়াই কেন্দ্র এই পদক্ষেপ করায় খুশি প্রধান বিচারপতি। তবে, ভারতের বিচার ব্যবস্থায় যে এখনও বহু খামতি রয়ে গিয়েছে, সেটা নিয়েও আক্ষেপ করেছেন প্রধান বিচারপতি রামানা। শনিবার বার কাউন্সিল অফ ইন্ডিয়ার এক অনুষ্ঠানে প্রধান বিচারপতি দেশের বিচারপতি সংকট নিয়ে আলোকপাত করেন। তবে তাঁর আশা আর মাসখানেকের মধ্যেই দেশের হাই কোর্টগুলির ৯০ শতাংশ বিচারপতির শূন্যস্থান পূরণ হয়ে যাবে। তিনি বলছেন,”আর মাসখানের মধ্যেই দেশের হাই কোর্টগুলির অন্তত ৯০ শতাংশ শূন্যস্থান পূরণ হয়ে যাবে। আমাদের আইনমন্ত্রীকে (কিরেণ রিজিজু) ধন্যবাদ। মাত্র ৬ দিনের মধ্যে তিনি কোনও আপত্তি না জানিয়েই ৯ জন বিচারপতির নামে ছাড়পত্র দিয়েছেন।”