জ্যোর্তিময় দত্ত, কলকাতাঃ রাজ্যে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে লকডাউনের নতুন দিন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই ঘোষণা করা হয়েছিল চলতি সপ্তাহে বুধবার সম্পূর্ণ লকডাউন রাজ্যে। তবে এই শনিবার ইদের জন্য লকডাউন থাকবে না । আজ সাংবাদিক বৈঠকে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই আগামী সপ্তাহে রবিবার ও বুধবার লকডাউন হবে বলে জানিয়েছেন তিনি। আজ নবান্ন থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, প্রত্যেক রবিবার সম্পূর্ণ লকডাউন থাকবে রাজ্যে। ৩১ অগস্ট পর্যন্ত এই নিয়ম জারি থাকবে। অগস্ট মাসের রাজ্যে যে যে তারিখে পূর্ণ লকডাউন হবে তার তারিখ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেগুলি হল, ২ ও ৫ অগস্ট, ৮ ও ৯ অগস্ট, ১৬ ও ১৭ অগস্ট, ২৩ ও ২৪ অগস্ট এবং ৩১ অগস্ট। মুখ্যমন্ত্রী আরও বলেন, করোনার সংক্রমণ রুখতে ৪৮ ঘণ্টা করে একটি লকডাউনের চেন তৈরি করা হবে। কন্টেইনমেন্ট জোনে কোনও ছাড় নেই। সেখানে পুরোপুরি লকডাউন থাকবে। আর সরকারি ও বেসরকারি অফিস যেমন চলছিল চলবে।
এদিন মুখ্যমন্ত্রী বলেন –
- সপ্তাহে ২দিন করে লকডাউন থাকবে ।
- ৩১ অগাস্ট পর্যন্ত প্রতি রবিবার রাজ্যে সম্পূর্ণ লকডাউন ।
- অগাস্ট মাসে ৯ দিন সম্পূর্ণ লকডাউন।
- ২,৫, ৮ ও ৯ অগাস্ট লকডাউন হবে ।
- এরপর ১৬, ১৭, ২৩, ২৪ অগাস্ট এবং ৩১ অগাস্ট লকডাউন হবে রাজ্যে ।