প্রতিবছরই পশ্চিমবঙ্গ সরকার ১ সেপ্টেম্বর দিনটি ‘পুলিশ ডে’ হিসেবে পালন করে। রাজ্য় পুলিশের সৌর্য ও সাহসিকতার সম্মানে এই দিনটি পালন করা হয়। প্রতি বছরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় এই দিনটিতে পুলিশকর্মীদের উত্সাহ দিতে বিভিন্ন কর্মসূচি গ্রহন করেন। সেইমতো এই বছর শুধু ‘পুলিশ ডে’ পালনেই সীমাবদ্ধ থাকবে না রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হবে। মঙ্গলবারই তিনি এক ফেসবুক পোস্টে এই কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘প্রতি বছরই আমরা ১ সেপ্টেম্বর পুলিশ ডে পালন করে থাকি পুলিশবাহিনীর আদর্শ ও সাহসিকতার সম্মান করতে। এবার এই দিনটিকে আরও স্মরণীয় করে রাখতে গোটা রাজ্যে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করবে রাজ্য সরকার। ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত পথ নিরাপত্তা সপ্তাহ চলবে। এই উদ্যোগ পশ্চিমবঙ্গের সমস্ত রাস্তায় সুরক্ষিত যাত্রার জন্য। সাধারণ মানুষের মধ্য়ে পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা গড়ে তোলার জন্য়। এবং ট্রাফিক আইন মেনে চলার সপথ নেওয়ার জন্য’। তিনি আরও লিখেছেন, ‘প্রত্যেকটি জীবনই মূল্যবান। তাই আমি সকলকে বলবো প্রত্যেকে ট্রাফিক আইন মেনে চলুন এবং নিজের এবং পরিবারের সকলের জীবন বাঁচান। পথ নিরাপত্তা সপ্তাহ জুড়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে পুলিশ এবং ট্রাফিক ভলেন্টিয়াররা বিভিন্ন সচেতনামূলক প্রচার করবেন’।