আলিপুর জেলাশাসকের দপ্তরের সামনে ত্রাণ বিলিতে হাত লাগালেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেই ঘূর্ণিঝড় বিধ্বস্তদের হাতে তুলে দিলেন চাল-ডাল-সহ নানা খাদ্যসামগ্রী। সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম। এর আগেও গত বছরের লকডাউনের সময়েও অসহায় মানুষদের পাশে এইভাবেই দাঁড়ান মমতা বন্দ্যোপাধ্যায় । এবারও তার অন্যথা হল না। এবারও কার্যত লকডাউন ও বিধিনিষেধের মধ্যে অসহায় মানুষদের হাতে ত্রাণ তুলে দেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরে দক্ষিণ ২৪ পরগণার জেলা শাসকের কার্যালয়ের সামনে কোভিড বিধি মেনে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই অসহায় মানুষদের হাতে এই ত্রাণ তুলে দেন মুখ্যমন্ত্রী। যারা ত্রাণ নিতে আসেন তারাও কোভিড বিধি মেনে নির্দিষ্ট দূরত্ব মেনে ওই ত্রাণ গ্রহণ করেন।