কলকাতা

ছটপুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী

প্রতিবছরের মতো এবারেও দেখা গেল ছটপুজোয় সামিল হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মেটিয়াব্রুজ ও গার্ডেনরীচ এলাকায় দুটি পৃথক পৃথক অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী। আর দুটি জায়গাতেই বক্তব্য রাখতে গিয়ে নাম না করেই তিনি আক্রমণ শানলেন বিজেপিকে। সেই সঙ্গে কুর্নিশ ঠুকলেন আমজনতা থেকে পুলিশকে কোভিড বিধি ও আদালতের রায় মেনে চলে ঠিক ভাবে দুর্গাপুজো, কালিপুজো, দীপাবলি ও ছট মানানোর জন্য। সেই সঙ্গে দিলেন সম্প্রীতির বার্তাও। এদিন মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, ‘এখন করোনা ভাইরাস চলছে, আদালতের নির্দেশ আছে সেই কারণে আমাদের সাবধান থাকতে হবে। আমরা কাউকে নিষেধ করছি না। মানুষ আদালতের নির্দেশ মেনে, পুলিশের নির্দেশ মেনে সব কিছু করছেন। প্রার্থনা করি দেশ থেকে করোনা চলে যাক। যারা দাঙ্গা হিংসা করে তারা চলে যাক। এই দেশ সব ধর্মের মানুষদের জন্য। সবাই ভালো থাকুন। কারো যাতে কোন সমস্যা না হয় সেটা দেখতে হবে। কেউ কেউ নির্বাচনের সময় এসে বড় বড় কথা বলে চলে যায়। আমরা সেটা করি না। সব সময় মানুষের পাশে থাকি। সব উত্‍সবে মানুষের পাশে থাকি। আমরা সবাইকে বলেছি, ঘরে ছট পুজো করতে। আমরা জল ধরো জল ভরো প্রকল্পে অনেক পুকুর কেটেছি। তাই পুজো করতে কোন সমস্যা হবে না। করোনা ভাইরাসের কারণে আমরা কোন উত্‍সব ভালো করে করতে পারিনি। আদালতের নির্দেশ মেনে আমরা সব কিছু কাজ করছি।’ পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, ‘ছট পুজো জলে হয় সেই কারণে আমরা একাধিক পুকুর খনন করেছি। সঙ্গে সারা রাজ্যে আড়াই লাখ পুকুর খনন করেছি। সবার কাছে অনুরোধ সবাই ছোট ছোট গ্রুপ করে পুজো করতে যান। আমার সাংসদ তহবিল থেকে টাকা দিয়ে আমি আগেই ঘাট বানিয়ে দিয়েছিলাম। গঙ্গা মায়ের কাছে আমাদের প্রার্থনা সবাইকে ভালো রাখুন। সবাই এক সঙ্গে থাকবেন, কোন ফারাক থাকবে না। বাংলায় অনেক জায়গার মানুষ থাকে। এখানে কোনও ভেদাভেদ নেই। সবাই এক সঙ্গে থাকি আমরা এখানে। এক সঙ্গে আমরা সবাই সব উত্‍সব পালন করি। বাংলা সব থেকে ভালো জায়গা। ছট পুজোতে আমাদের রাজ্য সরকার দুই দিনের ছুটি দেয়। কারণ আমরা এই রাজ্যে থাকা বিহারের মানুষদের সম্মান করি। অথচ দুর্গাপূজাতে বিহারে মাত্র একদিন ছুটি দেয়। সবার ঘরে শান্তি থাকুক। এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখুন।’