কলকাতা

আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

৪ দিনের জেলা সফরে আজ উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে তিনি যাবেন মালদা। নবান্ন সূত্রে খবর, ট্রেনেই যাচ্ছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে যাচ্ছেন মুখ্যসচিব সহ অন্যান্য দপ্তরের প্রধান সচিবরা। আজ রাতে মালদা থাকবেন। পরের দিন অর্থাৎ মঙ্গলবার উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের প্রশাসনিক বৈঠক করবেন। সেই বৈঠক হবে কর্ণঝোরায়। ৮ ডিসেম্বর বুধবার মালদা বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর

আসবেন মুর্শিদাবাদে। ৯ ডিসেম্বর কৃষ্ণনগরে নদীয়া জেলার প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। বৈঠকের পর সেদিনই ফিরে আসবেন কলকাতায়। নবান্ন সূত্রে খবর, কপ্টারে যাওয়ার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেই পরিকল্পনা বাতিল করা হয়েছে। আজ দুপুরে হাওড়া থেকে ট্রেনে মালদা উদ্দেশ্যে রওনা দেবেন মমতা। স্বাভাবিকভাবেই তাঁর নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর নবান্ন।