কলকাতা

বন্যা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে মুখ্যসচিব

রাজ্যে লাগাতার বৃষ্টি চলছে। ফলে রাজ্যের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবারই নবান্নে এই লাগাতার বৃষ্টির জেরে তৈরি হওয়া বন্যা পরিস্থিতি এবং উদ্ধারকার্য নিয়ে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। দক্ষিণবঙ্গের সব জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যসচিব। কলকাতা পুরসভার কমিশনারকেও বৈঠকে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের কয়েকটি জেলায় রীতিমতো বন্যা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের একাধিক এলাকায় জল বাড়ছে। আবার চলতি সপ্তাহের শেষের দিকে ফের বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিগত কয়েকদিনের টানা বৃষ্টিতে কলকাতাও জলমগ্ন হয়ে পড়েছিল। এখনও কিছু এলাকায় জল নামেনি। এই পরিস্থিতিতে এখনও পর্যন্ত কী কী পদক্ষেপ হয়েছে জেলাগুলির তরফে সেটা নিয়েই বুধবার বৈঠক হবে। পাশাপাশি বন্যা পরিস্থিতি তৈরি হলে কীভাবে হবে উদ্ধারকাজ এবং ত্রাণ বিতরণ তা নিয়েও পর্যালোচনা করবেন মুখ্যসচিব। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী শনিবারের মধ্য়ে বঙ্গোপসাগরে দুটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। যার জেরে রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বজ্রবিদ্য়ুত্‍-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলাকাতা-সহ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলিতেও ভারী বৃষ্টি। আবার ওই জোড়া ঘূর্ণাবর্ত ওড়িশা ও বাংলা উপকূল দিয়েই স্থলভূমিতে প্রবেশ করায় দুই মেদিনীপুরে অতি ভারী বৃষ্টি হতে পারে। তাই আগাম ব্য়বস্থা হিসেবে বুধবার জরুরি বৈঠক ডাকলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।