করোনা নির্মূলের করতে ভাইরাসের ‘হটস্পট’কে চিহ্নিত করতে জেলাশাসক ও কলকাতা পুরসভার কমিশনারকে নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। ভবিষ্যতে যাতে মারণ ভাইরাস ফের বেলাগাম সংক্রমণ ছড়াতে না পারে তার জন্য মঙ্গলবার জেলাশাসক ও কলকাতা পুরসভার কমিশনারকে চার দফার নির্দেশিকা পাঠিয়েছেন তিনি। এদিন রাজ্যের জেলাশাসক ও কলকাতা পুরসভার কমিশনারের কাছে পাঠানো নির্দেশিকায় মুখ্যসচিব বলেছেন, ‘জেলায় করোনা সংক্রমণের পরিসংখ্যান ও তথ্য ভালভাবে বিশ্লেষণ করতে হবে। কোথায় সংক্রমণের হার বেশি রয়েছে এবং সংক্রমণ ছড়াচ্ছে তা খুঁজে বের করে সেই এলাকাকে কনটেনমেন্ট বা মাইক্রো কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করতে হবে। কনটেনমেন্ট জোনে যাতে কোভিড প্রটোকল অর্থাত্ সামাজিক দুরত্ব বিধি সহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলেন সাধারণ মানুষ তা নিশ্চিত করতে হবে। সঠিকভাবে নমুনা পরীক্ষার পাশাপাশি করোনা সংক্রমিতদের শনাক্ত করার উপরেও জোর দিতে হবে।’