কলকাতা

রাজ্যপালের ডাকে রাজভবনে মুখ্যসচিব

রাজ্যপালের ডাকে রাজভবনে গিয়ে প্রায় এক ঘণ্টা ধরে আলোচনায় অংশ নিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যায় রাজভবনে যান আলাপন। রাজ্যপাল জগদীপ ধনকড়কে বিশ্ববাংলার লোগো লাগানো একটি ব্যাগে কোনো কিছু উপহার দিতেও যায় তাঁকে। সেই ছবি টুইটারে পোস্ট করেছেন স্বয়ং রাজ্যপাল। তবে তাঁদের মধ্যে এক ঘণ্টার বেশি সময় ধরে কী আলোচনা হল, সে সব বিষয় নিয়ে কোনো মন্তব্য করেননি ধনকড়।জানা গিয়েছে, রাজ্যপালের আমন্ত্রণে সাড়া দিয়েই বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ রাজভবনে যান মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। প্রায় ১ ঘণ্টা বৈঠকের পরে রাজভবন থেকে বের হন মুখ্যসচিব। সূত্রের খবর, রাজ্যপাল ও মুখ্যসচিবের বৈঠকের বিষয়বস্তু ছিল রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আগে একাধিকবার টুইটে ক্ষোভ প্রকাশ করেন ধনকড়। সুষ্ঠু নির্বাচন পরিচালনার দাবি তিনি জানিয়েছেন। রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্নও তুলেছেন। এমতাবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যপাল ও মুখ্যসচিবের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ

https://twitter.com/jdhankhar1/status/1349692068638015491