টিকাকরণের পর শিশুর মৃত্যু! এই অভিযোগ করে স্বাস্থ্য কেন্দ্রে মৃত শিশুকে নিয়ে এসে বিক্ষোভ দেখান পরিবারের লোকজন ও স্থানীয়রা। শুক্রবার নিতুড়িয়া থানা অন্তর্গত রায়বাঁধ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার খবর পেয়ে বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় এলাকায়। শিশুর পরিবারের লোকজনের দাবি, বুধবার দেড় মাসের শিশুকে স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে টিকা দেওয়া হয়। তারপর শিশু অসুস্থ হয়ে পড়ে। শুক্রবার সকালে তার মৃত্যু হয়। পরিবারের লোকজনের দাবি টিকাকরণের কারণে শিশুর মৃত্যু হয়েছে। এরপর তাঁরা ক্ষতিপূরণের দাবিতে স্বাস্থ্য কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখান। কয়েক ঘন্টা বিক্ষোভ চলার পর পুলিশের মধ্যস্থতায় অবশেষে ওঠে বিক্ষোভ। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে নিতুরিয়া থানার পুলিশ। এদিকে, স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য আধিকারিক শ্যামসুন্দর চৌধুরীর দাবি রোগ প্রতিরোধ ক্ষমতার বৃদ্ধির জন্য শিশুদের টিকা দেওয়া হয়। তাঁর দাবি, এই টিকার জন্য শিশুটির মৃত্যু হয়নি। তবে কি কারণে মৃত্যু হয়েছে তা তাঁদের তা জানা নেই।