দেশ

রাজনাথ সিংয়ের বৈঠকের দিনই অরুণাচলের সীমান্ত থেকে ৫ যুবককে অপহরণ চিনের, দাবি কংগ্রেস বিধায়কের

দুই দেশের প্রতিরক্ষমন্ত্রীদের আলোচনার মাঝেই অরুণাচল প্রদেশে চিনের সীমান্তের কাছ থেকে ৫ যুবককে অপহরণের অভিযোগ উঠল চিনা ফৌজের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গোটা বিষয়টি সামনে এসেছে। ভারত-চীন সীমান্তের ৭ নম্বর সেরা সেক্টরের ঘটনা। জানা গিয়েছে, এই এলাকা থেকে তনু বকর, প্রশাত রিঙলিং, নগারু দিরি, দংতু এবিয়া, টট সিংকাম নামের পাঁচ যুবকের খোঁজ মিলছে না। প্রশাত রিঙলিং এর দাদা প্রকাশ রিঙলিঙের ফেসবুক পোস্টে গোটা ঘটনাটি প্রকাশ্যে আসে। সোশ্যাল মিডিয়ায় তিনি অভিযোগ করেছেন, ‘‌নাচো এলাকা থেকে আমার ভাই সহ মোট ৫জনকে চিনা সেনা অপহরণ করে নিয়ে গিয়েছে। আমি স্থানীয় প্রশাসন ও ভারত সরকারকে অনুরোধ করছি, দ্রুত ব্যবস্থা নিন। ওঁদের ফিরিয়ে আনুন।’‌ ওই এলাকার এসপি তরু গুসার জানান, ‘‌আমাদের কাছে এখনও কোনও অভিযোগ দায়ের করা হয়নি। সোশ্যাল মিডিয়া থেকে পুরো বিষয়টি জানতে পেরেছি। বিষয়টি খতিয়ে দেখছি।’‌ তিনি আরও জানান, সেনার সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। শনিবার গোটা বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অরুণাচলের কংগ্রেস বিধায়ক নিনং এরিং। তাঁর দাবি, ‘‌রাশিয়ায় ভারত-চিন বৈঠকের মাঝেই পাঁচ ভারতীয় যুবককে তুলে নিয়ে গেল চীনা ফৌজ। ভুল বার্তা দিল লালফৌজ। মাছ ধরতে যাওয়ার সময় পাঁচ যুবককে অপহরণ করা হয়। এটা ঘটনা চীন আবার অশান্তি পাকাতে শুরু করেছে। প্রধানমন্ত্রী মোদি অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুকে অনুরোধ করছি। ৫ অপহৃত যুবককে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন।’‌ কংগ্রেস বিধায়কের দাবি, ‘‌লাল ফৌজ এখন লাদাখ থেকে অরুণাচল প্রদেশে নজর দিতে শুরু করেছে। অশান্তি পাকাচ্ছে।’‌