চিটফান্ড সংস্থা খুলে ৯৩০ কোটির প্রতারণা করে ২৭ বছরের জেল হল ২ ব্যক্তির । তার সঙ্গে জরিমানা বাবদ দিতে হবে ১৭১ কোটি টাকা ! ত্রিপুরে ২০০৯ সালে কাজ শুরু করে এই প্রতারক সংস্থা । অল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ টাকা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা তুলতে থাকে তারা । কিন্তু কয়েকবছর কাটতে না কাটতেই বিনিয়োগকারীরা বুঝতে পারেন তাঁদের টাকা উদ্ধারের আশা নেই । এরপরই প্রশাসনের দ্বারস্থ হন তাঁরা । নানা প্রক্রিয়া পেরিয়ে ২০১৩ সালে সংস্থার অধিকর্তা মোহনরাজ, ছেলে কাতির্ভান এবং অংশীদার কমলাবল্লিকে গ্রেফতার করে সিবিআই । প্রায় ৯ বছর ধরে চলে বিচার পর্ব । এই দীর্ঘ সময়ের মধ্যে ঘটনাক্রম বেশ কয়েকবার নাটকীয় মোড় নেয় । সংস্থার মালিকদের তরফে টাকা ফিরিয়ে দেওয়ার কথাও বলা হয় । বাজার থেকে তোলার টাকার সঙ্গে একবছরের সুদও ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় আদালতে । কিন্তু এই প্রস্তাবে সম্মত হননি বিচারক । তিনি দোষীদের ১৭১ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকার জরিমানা এবং ২৭ বছরের কারাবাসে দণ্ডিত করেন । বিচারক আরও জানান, জরিমানার বাবদ যে টাকা আসবে তা এই মামলার ১৪০২ জনের মধ্যে ভাগ করে দেওয়া হবে । তবে এই ঘটনায় সিবিআই যেভাবে তদন্ত প্রক্রিয়া চালিয়েছে তাতে খুশি হতে পারেননি বিচারক । তদন্তকারী সংস্থাকে তিনি নির্দেশ দেন মোট ৫৮ হাজার বিনিয়োগকারীর থেকে যে টাকা তোলা হয়েছে তা উদ্ধারের জন্য় তদন্ত চালিয়ে যেতে হবে ।