আজ বেলুড় মঠে পালিত হল যীশুর প্রাক জন্মদিন । বড়দিন উপলক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যায় আলোয় সেজে উঠল ভক্তবিহীন বেলুড় মঠ ৷ রামকৃষ্ণ মঠ ও মিশনেই যিশু বন্দনা ও বাইবেল পাঠের আয়োজন করা হয় ৷প্রতি বছরের মতো এবছরও যীশুখ্রিস্টের জন্মদিনের আয়োজন করে রামকৃষ্ণ মঠ ও মিশন । যীশুর ছবির সামনে রাখা হয় কেক, ফল, কফি ৷ বাইবেল পাঠ ও প্রাক ক্রিসমাস উপলক্ষ্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে ভিড় জমাতেন বেলুড় মঠে । কিন্তু এই বছর কোরোনা পরিস্থিতির জন্য ভক্তদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে । সন্ধ্যা আরতির পর শুরু হয় যীশুর আরাধনা । ছবির সামনে রাখা হয় কেক, লজেন্স, ফল, পেস্ট্রি ও মিষ্টি । ক্যারলের মাধ্যমে পুজোর সূচনা হয় । ইংরেজি ও বাংলায় বাইবেল পাঠ করা হয় । উপস্থিত ছিলেন বেলুড় মঠের সন্ন্যাসীরা । পরে যীশুর জন্মকাহিনী পাঠ করা হয় ।