রবিবারের পর আজও একইরকম ভিড় উপচে পড়ছে পার্ক স্ট্রিটের রাস্তায়। বড়দিনের রাতে পার্ক স্ট্রিটের ভিড় যেন সেয়ানে সেয়ানে টক্কর দিল দুর্গাপুজোর ভিড়কে। মাঝে তো ভিড় এতটাই বেড়ে গিয়েছিল, যে তা সামাল দিতে বন্ধ করে দেওয়া হয়েছিল পার্ক স্ট্রিটের রাস্তা। বিকেল ৫টা ৫০ মিনিট নাগাদ বন্ধ করে দেওয়া হয়েছিল পার্ক স্ট্রিটের রাস্তায় যান চলাচল। প্রায় তিন ঘণ্টা বন্ধ রাখার পর, ফের রাত ৮টা ২৫ মিনিট নাগাদ রাস্তা খুলে দেওয়া হয় গাড়ি চলাচলের জন্য। রাত যত বেড়েছে, তত ভিড় জমেছে পার্ক স্ট্রিটে। শীতের আমেজ গায়ে মেখে প্রিয়জনদের সঙ্গে বেরিয়ে পড়েছেন অনেকে। রয়েছে কচিকাঁচাদের ভিড়ও। পুরোপুরি ফেস্টিভ মেজাজে বড়দিনের পার্ক স্ট্রিট। শুধু পার্ক স্ট্রিটেই নয়, আজ দিনভর কলকাতার বিভিন্ন জায়গায় ভিড় জমেছে শহরবাসীর। ইকোপার্ক থেকে শুরু করে আলিপুর চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, কিংবা নিকো পার্ক… সর্বত্র উপচে পড়েছে ভিড়। বড়দিনের শহরে আজ বিভিন্ন জায়গায় পিকনিকের মেজাজও ধরা পড়েছে। মেট্রোর রেকগুলিতে গিজ গিজ করেছে মানুষের ভিড়। শুধু সন্ধে ৬টা পর্যন্তই কবি সুভাষ-দক্ষিণেশ্বর লাইনে প্রায় তিন লাখের কাছাকাছি যাত্রী যাতায়াত করেছেন।