কলকাতা

দেবযানী মুখোপাধ্যায়ের মায়ের অভিযোগ ভিত্তিহীন, বিজ্ঞপ্তি দিয়ে জানাল সিআইডি

এবার বিস্ফোরক সারদা-কাণ্ডে গ্রেফতার দেবযানী মুখোপাধ্যায়ের মা শর্বরী মুখোপাধ্যায়।  সিবিআইকে লেখা চিঠিতে শর্বরীর দাবি, শুভেন্দু অধিকারী ও সুজন চক্রবর্তীর নাম বলার জন্য তাঁর মেয়ে দেবযানীকে চাপ দিচ্ছে সিআইডি। কথা না শুনলে মেয়েকে আরও বেশ কয়েকটি মামলায় ফাঁসানোর হুমকি দিয়েছে সিআইডি। তবে দেবযানীর মা শর্বরী মুখোপাধ্যায়ের এই অভিযোগ খারিজ করল সিআইডি বৃহস্পতিবার সিআইডির তরফে এক বিবৃতিতে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। দেবযানীর এই অভিযোগ খারিজ করে সিআইডি প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৩ অগাস্ট দেবযানীকে জেরা করতে দমদম জেলে সিআইডির এক আধিকারিক গিয়েছিলেন একথা সত্য। সারদাকাণ্ডের মামলায় দেবযানীর সই করা কয়েকটি চেক সিআইডির হাতে আসে। সেই চেকগুলির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতেই দমদম জেলে গিয়েছিলেন সিআইডি আধিকারিক। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এরকম কোনও চাপ দেওয়া হয়নি। সিআইডির বিরুদ্ধে ভিত্তিহীন এবং অসত্য অভিযোগ আনা হয়েছে।