অবশেষে ঘোষণা হতে চলেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পরীক্ষাসূচি। আগামীকাল দুপুর ২ টো নাগাদ মধ্যশিক্ষা পর্ষদ এবং শিক্ষা সংসদ ঘোষণা করবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সূচি। গত সপ্তাহেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, এবার জুলাইয়ের শেষ সপ্তাহে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। অগস্টের দ্বিতীয় সপ্তাহে হবে মাধ্যমিক পরীক্ষা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, উচ্চ মাধ্যমিকে পরীক্ষার বিষয় কমানো হবে। সায়েন্সের কেমিস্ট্রি ও বায়োলজি, কমার্সের অ্যাকাউন্ট্যান্সি, অর্থনৈতিক বাণিজ্য এবং আর্টসের ইতিহাস, ভূগোল, পল সায়েন্স, ইকোনমিক্সের মতো বিষয়গুলির পরীক্ষা হবে। বাকিগুলির নম্বর দেবে সংশ্লিষ্ট স্কুল। মাধ্যমিকের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এবার ১২ লাখের বেশি মাধ্যমিক পরীক্ষা দেবে। যে সাতটি আবশ্যিক বিষয় আছে, শুধু সেগুলিরই পরীক্ষা হবে। তাতে সাতদিনে পরীক্ষা মিটে যাবে। অর্থাত্ ভাষা ১, ভাষা ২, ইতিহাস, ভূগোল, গণিত, জীববিদ্যা, ভৌতবিজ্ঞানের পরীক্ষা হবে। অ্যাডিশনাল বিষয়ের নম্বর দেবে স্কুল। পাশাপাশি গত সপ্তাহে মুখ্যমন্ত্রী এও জানিয়ে দেন, নিজের স্কুলেই যাবতীয় করোনা-বিধি মেনে পরীক্ষা হবে। ঘোষণা করেন, এবার তিন ঘণ্টার পরিবর্তে দেড় ঘণ্টার পরীক্ষা হবে। তবে যেমন প্রশ্নপত্র থাকে, সেরকমই থাকবে। শুধু অর্ধেক প্রশ্নের উত্তর দিতে হবে। আগে যদি ১০টা প্রশ্নের উত্তর দিতে হত, তাহলে এবার পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে। আগামীকাল পরীক্ষা সংক্রান্ত যাবতীয় নিয়মকানুনও জানানো হবে। জানা গেছে, পরীক্ষা নেওয়ার এক থেকে দেড় মাসের মধ্যেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলও প্রকাশিত হবে।