কয়েক দিন আগেই খুলেছে রাজ্যের সমস্ত স্কুলগুলি। অনলাইন নয়, এখন অফলাইনে অর্থাৎ স্কুলে গিয়ে ক্লাস করছে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা। স্কুল খুলতে না খুলতেই ফের বদলানো হচ্ছে ক্লাস শুরু ও শেষের সময়। এতদিন দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস হচ্ছিল বেলা ১১ টা থেকে সাড়ে ৪টে পর্যন্ত। নবম ও একাদশ শ্রেণির পড়ুয়াদের ক্লাস চলছিল ১০ থেকে সাড়ে ৩টে পর্যন্ত। বদলানো হল সেই সময়ও। রবিবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, কোভিড বিধির কথা মাথায় রেখে বদল করা হচ্ছে ক্লাসের সময়। এবার থেকে দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস হবে সোম, বুধ ও শুক্রবার। নবম ও একাদশ শ্রেণির পড়ুয়াদের ক্লাস হবে মঙ্গল ও বৃহস্পতিবার। শনিবার বন্ধ থাকবে স্কুল। চারটি শ্রেণিরই ক্লাস শুরু হবে সকাল ১০ টা বেজে ৫০ মিনিটে। শেষ হবে সাড়ে ৪টে। তবে দার্জিলিং ও কালিম্পংয়ের স্কুলগুলিতে ক্লাস শুরুর সময় বদলাচ্ছে না।