কলকাতা

টাটার গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে রাজ্যে ২টি ক্যানসার হাসপাতাল, ঘোষণা মুখ্যমন্ত্রীর

টাটা গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে রাজ্য সরকার বাংলায় ২টি ক্যানসার হাসপাতাল গড়তে চলেছে রাজ্য সরকার। ক্যানসারের চিকিত্‍সা করাতে আর কাউকে মুম্বই ছুটতে হবে না। টাটা মেমোরিয়াল এ বার বাংলাতেই, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দু’টি ক্যানসার হাসপাতাল হবে কলকাতার এসএসকেএম-এ এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। রাজ্যবাসীর সুবিধার্থেই এমন পদক্ষেপ বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, ”বাংলার ক্যানসার রোগীদের ২৫ শতাংশই মুম্বইয়ের টাটা ক্যানসার হাসপাতালে চিকিত্‍সা করাতে যান। টাটা সেন্টারের যে হাসপাতাল রয়েছে ওখানে। কিন্তু ওখানে থাকা, খাওয়া, যোগাযোগে ভীষণ অসুবিধেয় পড়তে হয়। ডাক্তার দেখানোর তারিখ পাওয়ার ক্ষেত্রেও ভীষণ অসুবিধে হয়। মানুষ সমস্যায় পড়েন। সেই নিয়ে চিন্তাভাবনার পর আমরা টাটা মেমোরিয়ালের সঙ্গে যোগাযোগ করেছিলাম। মুম্বাইতে যে রকম রয়েছে, টাটা মেমোরিয়াল এবং রাজ্য সরকার মিলে রাজ্যে সে রকম দু’টি ক্যানসার হাসপাতাল গড়বে। একটি এসএসকেএম হাসপাতালে, অন্যটি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে।” মুখ্যমন্ত্রী এও জানান, বাংলায় ক্যানসার হাসপাতাল হলে মানুষকে আর চিকিত্‍সা করাতে বাইরে যেতে হবে না। তিনি বলেন, ”রাজ্যে হাসপাতাল হলে আর বাইরে যেতে হবে না বাংলার মানুষকে। এখানেই ক্যানসারের সব চিকিত্‍সা হবে।”