কলকাতা

পুজোয় ৮১ হাজার হকারদের ২০০০ টাকা করে ভাতা, সিভিক ভলেন্টিয়ার ও আশা কর্মীদের বেতন বৃদ্ধি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতাঃ পুজোর আগেই রাজ্যের সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ এবং আশা কর্মীদের জন্য সুখবর। প্রত্যেকেরই ১ হাজার টাকা করে বেতন বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি জানিয়েছেন, প্রায় ৮১ হাজার হকারকে দুর্গা পুজো উপলক্ষে ২ হাজার টাকা করে ভাতা দেবে রাজ্য সরকার।এ দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে এ কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এতদিন সিভিক ভলেন্টিয়াররা ৮ হাজার টাকা করে বেতন পেতেন। এবার থেকে তাঁরা পাবেন ৯ হাজার টাকা করে। মুখ্যমন্ত্রী বলেন, ‘সিভিক ভলেন্টিয়াররা প্রথমে তিন হাজার টাকা করে পেতেন। পরে তা বাড়িয়ে ৮ হাজার করা হয়। এবার আরও এক হাজার টাকা বেতন বাড়ল।’ একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, করোনা অতিমারির মধ্যেও অত্যন্ত ঝুঁকি নিয়ে আশা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে কাজ করেছেন। তাঁদের বেতনও এক হাজার টাকা করে বাড়ছে। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, অঙ্গনওয়াড়ি কর্মী, আইসিডিএস কর্মীরাও অবসরের পর ৩ লক্ষ টাকা করে পাবেন। এর পাশাপাশি এ দিন হকারদের জন্যও কল্পতরু হয়েছেন মুখ্যমন্ত্রী। লকডাউনের জন্য গত কয়েক মাস ধরে ব্যবসা বন্ধ ছিল হকারদের। মুখ্যমন্ত্রী বলেন, হকারদের আর্থিক পরিস্থিতি এতটাই খারাপ যে অনেকে ঠিকমতো খাবারও জোগাড় করতে পারছেন না। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, হকারদের একটি তালিকা তৈরি করেছে রাজ্য সরকার। প্রায় ৮১ হাজার হকারকে অক্টোবর মাসে পুজো উপলক্ষে ২ হাজার টাকা করে ভাতা দেবে রাজ্য। মুখ্যমন্ত্রী বলেন, ‘এই টাকা দিয়ে তাঁরা অন্তত নিজেদের সন্তানদের পুজোয় একটা নতুন জামা কিনে দিতে পারবেন।’ পাশাপাশি, পুজো কমিটিগুলিকে এ বছর রাজ্য সরকারের তরফে ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য করবে বলে ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো কমিটিগুলির সুবিধার্থে সিইএসসি, রাজ্য বিদ্যুত্‍ নিগমের খরচেও ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।