নির্বাচনী ইস্তেহারে পড়ুয়াদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে পড়াশোনার জন্য পড়ুয়াদের ১০ লক্ষ টাকা ঋণ দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল তিনি। সেই কথা রাখলেন মুখ্যমন্ত্রী। আজ নবান্নে সাংবাদিক বৈঠক করে রাজ্যের নতুন প্রকল্প চালু করার কথা ঘোষণা করলেন মমতা। আগামী ৩০ জুন এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের মাধ্যমে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিভিন্ন আর্থিক সুযোগ-সুবিধা পাবে পড়ুয়ারা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ানোর জন্য একাধিক প্রকল্প রয়েছে রাজ্যের। কন্যাশ্রী-স্বামী বিবেকানন্দ মেরিট, শিক্ষাশ্রী ইত্যাদি। এবার ১০ লক্ষ টাকার স্টুডেন্টস ক্রেডিট কার্ড চালু করা হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার এর গ্যারান্টার হবে। ছাত্র-ছাত্রীরা আমাদের গর্ব। তাদের শিক্ষা দেওয়ার জন্য নিজের পায়ে দাঁড় করানোর জন্য বাবা-মাকে আর চিন্তা করতে হবে না। ঘরবাড়ি বেচতে হবে না। রাজ্য সরকার পাশে থাকবে।’ এদিনই স্টুডেন্টস ক্রেডিট কার্ড প্রকল্প অনুমোদিত হয়েছে রাজ্য মন্ত্রিসভায়। স্নাতক, স্নাতকোত্তর, পেশাভিত্তিক কোর্স, ডিপ্লোমা কোর্স, ডক্টরেট, পোস্ট ডক্টরেট-সহ অন্যান্য উচ্চশিক্ষার সমস্ত খরচের জন্য এই টাকা ব্যবহার করতে পারবেন পড়ুয়ারা। এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। গত ১০ বছর ধরে রাজ্য বাস করছেন, পশ্চিমবঙ্গের সমস্ত বাসিন্দা এই প্রকল্পের সুবিধা পাবেন বলে জানিয়েছেন মমতা ।