গ্রেপ্তার হলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাবা। ব্রাহ্মণদের নিয়ে প্ররোচনামূলক বক্তব্যের জন্যই গ্রেপ্তার করা হয়েছে আশিতিপর নন্দকুমার বাঘেলকে। আজ, মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করে রাইপুর থানার পুলিস। এরপর আদালতে তোলা হলে তাঁকে ১৫ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়। পুলিস সূত্রে খবর, নন্দকুমার বলেছিলেন ব্রাহ্মণরা আদতে বিদেশি। তাঁদের বয়কট করা উচিত। সকলে ব্রাহ্মণদের বয়কট করার ডাক দিন। ওঁদের গ্রামের ভিতরে ঢুকতে দেবেন না। ওঁরা নদীর তীরেই থাকুক। আমি এই বিষয়টি নিয়ে সব সম্প্রদায়ের সঙ্গেই কথা বলব। এরপরই ডিডি নগর থানায় সর্ব ব্রহ্ম সমাজ সংগঠনের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুরো বিষয়টি মুখ্যমন্ত্রীর কানে এলে তিনিও যথাযথ পদক্ষেপ গ্রহণ করেন। পুরো বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেন তিনি। এরপর ছত্তিশগড় পুলিস মুখ্যমন্ত্রীর বাবার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ১৫৩-এ এবং ৫০৫-১ বি ধারায় মামলা দায়ের করে। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল জানান, আইনের চোখে সকলেই সমান। তিনি যদি মুখ্যমন্ত্রীর বাবা হন তাঁর ক্ষেত্রেও একই নিয়ম। কেউই আইনের উর্ধ্বে নন। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখা আমার কর্তব্য। ফলে যদি কেউ ভুল মন্তব্য করেন, তাহলে শাস্তি তাঁকে পেতেই হবে।