কলকাতা

আগামীকাল দুর্গাপুর সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, লক্ষ্য কর্মসংস্থান এবং শিল্পায়নে জোর

লক্ষ্য কর্মসংস্থান, তাই শিল্পায়নে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের যুবকদের চাকরি ও দ্রুত কর্মসংস্থানের লক্ষ্যেই এবার মূল পাখির চোখ তৃণমূল সরকারের। তাই ঢালাও শিল্পনগরী গড়ে উঠছে পশ্চিমবঙ্গে। বর্তমানে শিল্পের নতুন ঠিকানা পানাগড়-দুর্গাপুর। আর সেখানেই নতুন শিল্পনগরীর ভিত্তিপ্রস্তর স্থাপনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার মত কিছু শিল্প গড়ে উঠেছে পানাগড়ে। যার মধ্যে পলিফিল্ম-এর কারখানা চলছে নতুন। আর আগামীকাল সেই পানাগড়ে নতুন শিল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, পানাগর শিল্পতালুকে কর্মসংস্থান বাড়াতে আরও বেশকিছু নতুন প্রকল্প ও কারখানার ঘোষণা করতে পারেন তিনি। গোটা দেশ কিংবা বিদেশের এখন মূল মুখ হল পশ্চিমবঙ্গ। খনিজ সম্পদ, সহজলভ্য শ্রমিক, বুদ্ধিদীপ্ত শ্রমিক, বিদ্যুত্‍ পর্যাপ্ত, পরিবহনে উন্নত, এইসব নিয়েই শিল্প গড়ার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। তাই একাধিক বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান আসছে পশ্চিমবঙ্গে। যার মধ্যে অন্যতম গন্তব্য হতে চলেছে পানাগাড় শিল্পতালুক। সেখানেই আগামীকাল যাচ্ছেন মুখ্যমন্ত্রী। যার জন্য দুর্গাপুরের শহীদ ভগত সিং স্টেডিয়ামে তৈরি করা হয়েছে অস্থায়ী হেলিপ্যাড। জানা গিয়েছে, দুর্গাপুর সার্কিট হাউসে মুখ্যমন্ত্রী রাত্রি যাপন করবেন। সে মঙ্গলবার বিকেলে দুর্গাপুর সার্কিট হাউসে তিনি ভার্চুয়ালি প্রশাসনিক বৈঠক করবেন। আর বুধবার দুপুরে পানাগড় শিল্পতালুকে ওই বেসরকারি কারখানার শিলান্যাস করবেন তিনি। এরই সঙ্গে নতুন কিছু কারখানার জন্য ভিত্তিপ্রস্তর স্থাপনও করবেন মুখ্যমন্ত্রী। ৪০০ কোটি টাকার ব্যয়ে পলিফিল্ম-এর কারখানার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।