কলকাতা

বাংলায় এবার ‘খেলা হবে দিবস’ পালন করা হবে, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পশ্চিমবঙ্গে এবার পালন করা হবে ‘খেলা হবে দিবস’। এদিন বিধানসভায় এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, সাধারণ মানুষ খেলা হবেতে উত্‍সাহ প্রকাশ করেছেন। তাই আমাদের এবার থেকে খেলা হবে দিবস পালন করা হবে।তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন খেলা হবে নামে রাজ্যে নতুন প্রকল্প আনা হবে। এদিন তিনি বিধানসভায় জানান, শুধু প্রকল্প নয় রাজ্য সরকার খেলা হবে দিবস পালন করবে। কোন তারিখে এই দিবস পালন করা হবে, তা তিনি অবশ্য ঘোষণা করেননি। তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ওইদিন ৫০ হাজার ফুটবল বিতরণ করা হবে। ঘরে ঘরে ফুটবল পৌঁছে দেওয়া হবে। তবে প্রকল্প সূচনার দিনই কি এই দিবস পালন করা হবে, তা অবশ্য জানা যায়নি।