কলকাতাঃ নবান্নে প্রবেশ করতেই গার্ড অফ অনার দেওয়া হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ঠিক যেমন ছোট করে হয়েছিল শপথগ্রহণ অনুষ্ঠান, তেমনই ছোট করেই সারা হল নবান্নে গার্ড অফ অনুষ্ঠান। অনুষ্ঠান পর্ব সাঙ্গ হতেই লিফটে উঠে ১৪ তল্লায় রওনা হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানেই কিছুক্ষণেই বিশেষ করোনা বৈঠক করবেন তিনি। নিতে পারেন বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। এই বৈঠকে উপস্থিত থাকবেন বিভিন্ন জেলার জেলাশাসক, মুখ্যস্বাস্থ্য আধিকারিক, স্বাস্থ্যদফতরের আধিকারিকরা। এদিন ঠিক তিন মিনিটে শপথগ্রহণ সারেন মমতা বলেন, বাংলার মা মাটি মানুষকে সেলাম। সারা পৃথিবীর বহু মানুষ নির্বাচনের দিকে তাকিয়ে ছিলেন। প্রথম প্রায়োরিটি করোনা মোকাবিলা। শান্তি বজায় রাখুন। আমি শান্তির পক্ষে। আমি কিন্ত ব্যবস্থা নিতে পিছপা হব না। বিধানচন্দ্র রায়, জ্যোতি বসুর পর মমতাই তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন।