শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায়ের ৮৬ তম জন্মদিনের আগে একটি রেট্রোস্পেকটিভ প্রদর্শনী অনুষ্ঠিত হল। আজ বিকেলে সেই অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। যেখানে হাজির ছিলেন সৌমিত্রবাবুর স্ত্রী দীপা চট্টোপাধ্যায়, কন্যা পৌলমী বসু, পুত্র সৌগত চট্টোপাধ্যায়। ছিলেন মন্ত্রী-নাট্যকার-অভিনেতা ব্রাত্য বসু, নাট্যকার-অভিনেতা কৌশিক সেন ও দেবশঙ্কর হালদার। চিত্র শিল্পী যোগেন চৌধুরী ও শুভাপ্রসন্ন। সেখানেই দীপাদেবী জানান, “নানা রকম পোস্টার ও ছবি দেখে আমি মুগ্ধ। আপনাদের আবেগ, স্মৃতি যে ভাবে ধরে রেখেছেন, যে ভালোবাসা দিয়েছেন তা মনে রাখার মতো৷ আপনারা সফল হবেন।”আবেগমথিত গলায় দীপাদেবী বলতে থাকেন, “যারা এসেছেন তাঁরা আমার পরিবার। আমি আগে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করিনি। সুভাষ মুখোপাধ্যায়ের কাছে বারবার শুনেছি৷ সৌমিত্রর জন্যে চিকিৎসা ও শেষ যাত্রায় উনি যা করেছেন তাতে আমি বিশেষ কৃতজ্ঞ। অনেক অন্ধকারের মধ্যে উনি আমাদের আলো দিয়েছেন৷ অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। ও যেন লড়াই করে যেতে পারে। এটাই ভগবানের কাছে প্রার্থনা। আমার ভালোবাসা ও পরিবারের ভালোবাসা ওর জন্যে থাকল।” মুখ্যমন্ত্রী তার বক্তব্যে জানিয়েছেন, “কোনও কিছুর প্রয়োজন হলে দীপাবউদি আপনি আমাকে আদেশ করবেন। আমি করে দেব।”