যশ নিয়ে পর্যালোচনা বৈঠকে যোগ না-দিলেও কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ বাংলায় ঘূর্ণিঝড় যশের ক্ষয়ক্ষতির প্রাথমিক রিপোর্ট তিনি প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন ৷ এ দিকে, বাংলায় টুইট করে সংকটের সময়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন মোদি ৷ আজ ওডিশায় আকাশপথে যশ পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ভুবনেশ্বরে রিভিউ বৈঠক করে আসার পর কলাইকুণ্ডায় তিনি বাংলার পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক করবেন বলে জানিয়েছিলেন ৷ তবে সেই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকা নিয়ে জল্পনা তৈরি হয় ৷ সূত্রের মারফত জানা যায়, বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী ও বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীর উপস্থিতি নিয়ে আপত্তি জানান মমতা ৷ এই রিভিউ মিটিং-এ কেন বিজেপি সাংসদ ও বিধায়করা থাকবেন, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি । জানিয়ে দেন, তিনি এই বৈঠকে উপস্থিত থাকবেন না ৷ প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে দেখা করার জন্য সময়ও চেয়ে নেন তিনি ৷ সেই মতোই কলাইকুণ্ডায় গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মিনিট 15 মতো দেখা করে যশে রাজ্যের ক্ষয়ক্ষতির প্রাথমিক রিপোর্ট মোদির হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী ৷