অজমেঢ় শরিফে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন বেলা একটার কিছু পরে অজমেঢ় শরিফে পৌঁছন বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এবং সাংসদ অপরূপা পোদ্দার৷ অজমেঢ় শরিফে চাদর এবং ফুল চড়ালেন মুখ্যমন্ত্রী৷ এদিন ‘দিদি- দিদি’ রবে ভরে উঠল রাজস্থানের আজমের শরীফ। একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে সাধারণ মানুষকে বলতে শোনা গেল ‘খেলা হবে’ স্লোগান। জানা গিয়েছে, তিনি গিয়েছিলেন নৈমুদ্দিন চিস্তি দরগার মূল অফিসেও। ওই অফিসের সম্পাদক এবং সদস্যরা অভ্যর্থনা জানান মুখ্যমন্ত্রীকে। এদিন শরীফে আগত অগণিত সাধারণ মানুষের সঙ্গেও সৌজন্য বিনিময় করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে ঘিরে দেখা যায় ছবি তোলার উৎসাহ। এরপরেই বিভিন্ন আচার পালনের স্থান পরিদর্শন করেন তিনি। সূত্রের খবর, আজমের শরীফ থেকে মুখ্যমন্ত্রী যাবেন সার্কিট হাউসে। তারপরে দিল্লি ফিরে যাবেন তিনি। আজই পুজো দেবেন পুষ্করের ব্রহ্মা মন্দিরে।