৭১-এর মুক্তিযুদ্ধে বিজয় দিবস পালন ভারতীয় সেনার ৷ যেখানে ফোর্ট উইলিয়ামে ভারতীয় সেনার তরফে আয়োজিত ‘মিলিটারি ট্যাটু’তে প্রথমবার যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রেস কোর্সের মাঠে আয়োজিত অনুষ্ঠানে একাত্তরের শহিদদের শ্রদ্ধার্ঘ্য জানালেন তিনি ৷ সেই সঙ্গে তাঁর বক্তব্য উঠে এল স্বাধীনতা সংগ্রামী বাবার প্রসঙ্গও ৷ ভারতীয় সেনা প্রতি বছরের মতো এবারেও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ জয়ের স্মরণে বিজয় দিবস পালন করছে ৷ আজকের দিনেই ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ করেছিল প্রায় ১ লক্ষের কাছাকাছি পাকিস্তানি সেনা ৷ সেই সঙ্গে পূর্ব পাকিস্তানের অস্তিত্ব মিটে জন্ম নিয়েছিল স্বাধীন বাংলাদেশ ৷ মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সেনার প্রাক্তন জওয়ানরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৷ বাংলাদেশ থেকেও মুক্তিযোদ্ধা এবং সেনার ন’জনের প্রতিনিধি দল উপস্থিত ছিল ৷ সকালে ফোর্ট উইলিয়ামের ভিতরে অনুষ্ঠানের পর, বিকেলে রেস কোর্সের মাঠে ‘মিলিটারি ট্যাটু’র আয়োজন করা হয় ৷ সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি খুবই গ্রেটফুল ৷ উপস্থিত সমস্ত সেনা আধিকারিক এবং দুই দেশের প্রতিনিধিদের ধন্যবাদ জানাই ৷ আমাকে এখানে আসার এবং বলার সুযোগ দেওয়ার জন্য ৷ আমি আমার দেশের সেনার জন্য গর্বিত ৷ তাঁদের সাহস, দেশের জন্য তাঁদের প্রাণ উৎসর্গ করার জন্য ৷ এখনও পর্যন্ত যাঁরা দেশের জন্য প্রাণ উৎসর্গ করেছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানাই ৷” মুক্তিযুদ্ধে শহিদ স্মরণে মমতা বলেন, “এখানে মুক্তিযোদ্ধাদের অনেকেই উপস্থিত আছেন ৷ বাংলাদেশের জন্য যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের ভুলতে পারব না ৷ আমার বাবাও স্বাধীনতা সংগ্রামী ছিলেন ৷ আমার বাবা মাত্র ৪০ বছর বয়সে মারা যান ৷ তাঁর কাছে বহু সংগ্রামের কথা শুনেছি ৷ ১৯৬৫ সালের ইন্দো-চায়না যুদ্ধ, ৭১-এর পাকিস্তানের যুদ্ধের কথা শুনেছি ৷ ভারতের সেনা জওয়ানদের জন্য লতাজির গাওয়া গান সকলের হৃদয়ে গেঁথে আছে ৷”