লন্ডন সফর সেরে শনিবার সন্ধ্যায় শহরে ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ২২ মার্চ লন্ডনে ছয় দিনের সফরে গিয়েছিলেন তিনি ৷ সেখানে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে একটি বক্তৃতা করেন তৃণমূল নেত্রী ৷ এদিকে সোমবারই ঈদ পালন হতে পারে ৷ তার আগেই তিনি রাজ্যে ফিরেছেন ৷ মুখ্যমন্ত্রী ঈদের কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকবেন বলে খবর ৷ যদিও ঈদ নিয়ে সরকারি ঘোষণা এখনও হয়নি ৷ এদিন মুখ্যসচিব মনোজ পন্থ এবং শিল্পসচিব বন্দনা যাদব-সহ উচ্চপর্যায়ের এক প্রতিনিধি দলও মুখ্যমন্ত্রীর সঙ্গে বিমানবন্দরে নামে ৷ দমদম বিমানবন্দরে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে তাঁর বহু অনুগামী ও দলীয় নেতা-কর্মীর ভিড় করেছিলেন ৷ মুখ্যমন্ত্রীর বিমানবন্দরে নামার কিছুক্ষণ পরেই সেখান থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেরতে দেখা যায় ৷ এদিন কলকাতা বিমানবন্দরে নামা মাত্র মুখ্যমন্ত্রী দেখে মুহুর্মুহু স্লোগান দিতে থাকেন তাঁর অনুগামীরা ৷ তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় হাত নেড়ে অপেক্ষারত জনতাকে অভিবাদন জানান ৷ তিনি কোনও মন্তব্য করেননি ৷ সোজা গাড়িতে উঠে বিমানবন্দর থেকে বেরিয়ে যান ৷ ঘনিষ্ঠ মহলের অনুমান, বিমানযাত্রার ক্লান্তির কারণে সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলেননি মুখ্যমন্ত্রী ৷ সূত্রের খবর, লন্ডন থেকে ফেরার পথে মুখ্যমন্ত্রী তাঁর সফরসঙ্গীদের কাছে এবারের বিদেশযাত্রার সাফল্য নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ৷ এদিকে কলকাতায় পা রাখার সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রীর ব্যস্ত কর্মসূচি শুরু হতে চলেছে ৷ সামনে ঈদ ৷ প্রতি বছর রেড রোডে ঈদের নমাজে অংশগ্রহণ করেন তিনি ৷ এই বছরেও তার ব্যতিক্রম হবে না ৷ সোমবার ঈদ পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও সরকারি ঘোষণা এখনও আসেনি ৷ খুব শীঘ্রই তা ঘোষণা হতে পারে ৷ ঈদ মিটতে না মিটতে কয়েক দিনের মধ্যে রামনবমী উৎসব ৷
