কলকাতা

পর্ষদের সিদ্ধান্ত খারিজ, সেমেস্টার প্রসঙ্গে শিক্ষামন্ত্রীকে ভর্ৎসনা মুখ্যমন্ত্রীর

প্রাথমিকে সেমেস্টার হবে না ৷ বৃহস্পতিবার সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ একইসঙ্গে তিনি জানিয়ে দিলেন, তাঁকে না জানিয়ে কেন শিক্ষা ব্যবস্থায় এ ধরনের নতুন পলিসি নেওয়া হল? বৃহস্পতিবার এই নিয়ে রীতিমতো শিক্ষামন্ত্রীকে ভর্ৎসনা করলেন তিনি। স্পষ্ট বার্তা দিলেন, যে শিশুরা টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার ঠিক মতো বলতে পারে না ৷ সরকার চাইছে তাদের উপর থেকে বইয়ের বোঝা কমাতে । কিন্তু এই পদ্ধতি বোঝা কমার বদলে তাদের উপর চাপ বাড়াবে । কাজেই সেমেস্টার পদ্ধতিতে সায় নেই তাঁর। সম্প্রতি প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হয়, প্রাথমিক স্কুলে এবার চালু হবে সেমেস্টার পদ্ধতি ৷ তা নিয়েই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কড়া সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । প্রাথমিক স্কুলে সেমেস্টার সিস্টেম চালু হতে চলেছে, অথচ জানেনই না মুখ্যমন্ত্রী ৷ তাঁকে না-জানিয়ে এই সিদ্ধান্ত গ্রহণের জন্য এদিন রীতিমতো ক্ষোভপ্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “কাগজে দেখলাম প্রাথমিক স্তরে সেমেস্টার চালু হচ্ছে । আমি জানতাম না । মুখ্যসচিবও জানতেন না ৷ পলিসি তৈরি করার আগে কেন জানানো হল না ? তিনি তো এ বিষয়ে কিছুই জানেন না ।” মুখ্যমন্ত্রী যখন সেমেস্টার প্রথা নিয়ে ক্ষোভপ্রকাশ করছেন ভর্ৎসনার মুখে ব্রাত্য বসু জানান, এখনও এই নিয়ে কোনও নির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি । তিনি অনুমোদন দিলে, তবেই নির্দেশিকা জারি হবে । তার আগে নয় । শিক্ষামন্ত্রীকে থামিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এটাই যদি ঘটনা হয় তাহলে আগে সংবাদমাধ্যমে জানানো হল কেন ? আমি জানার আগে কীভাবে সংবাদমাধ্যম খবর জেনে যাচ্ছে । কোনও পলিসি ডিসিশন নেওয়ার আগে আমার সঙ্গে কেন বিষয়টি নিয়ে আলোচনা করা হল না ?” মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, “কোনওভাবেই প্রাথমিকে সেমেস্টার পদ্ধতি চালু করা যাবে না । কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যেটা সম্ভব, কোনওভাবেই তা প্রাথমিকে কার্যকারী হবে না । আমি চাইছি শিশুদের ভার কমাতে । কাঁধের ব্যাগ কমাতে । ওইটুকু বাচ্চারা টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার বলতে পারে না, সেমেস্টার বলবে ! ওয়ানের বাচ্চা সেমেস্টার দেবে ? কলেজে যা হয়, স্কুলে তা হয় না । যা চলছে, তাই চলবে ।”