বুধবার নবান্নের সাংবাদিক বৈঠকে ত্রিপুরা প্রসঙ্গে একই আত্মবিশ্বাস শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। এদিন মমতা চ্যালেঞ্জের সুরে বলেন, ‘ত্রিপুরায় তৃণমূলই জিতবে। বিজেপি আটকাতে পারবে না।’ শুধু তাই নয়, ত্রিপুরার বিজেপি সরকারের বিরুদ্ধে এদিন ফের একবার সরব হন বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘ত্রিপুরায় ডেমোক্রেসির ডি নেই। ল অ্যান্ড অর্ডার নেই। টোটালটাই ভ্যান্ডালিজম চলছে। গুন্ডামি চলছে।’ মমতা আরও বলেন, ‘ত্রিপুরায় আমাদের আটকাতে পারবে না। আমাদের লোকেরা রাজ্যপালের সঙ্গে দেখা করতে চেয়েছিল। সময় দেননি। বলেছেন, স্বাধীনতা দিবসের পর সময় দেবেন। আর আমাদের এখানে রাজ্যপাল রোজ বিজেপি নেতাদের সময় দেন। খানিক কটাক্ষের সুরে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের রাজ্যপালকে ভাল বলতে হবে! এদিন ত্রিপুরা ইস্যু নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরার প্রাক্তন স্পিকার তথা বর্ষীয়াণ নেতা জিতেন সরকার তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন। তিনি তৃণমূল নেত্রীকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছেন, সঙ্গে একাধিক নেতৃত্বকেও যোগদান করাবেন তিনি। আমার সঙ্গে কথা হয়েছে জিতেন সরকারের, ত্রিপুরার বর্ষীয়াণ নেতা। স্পিকার ছিলেন, পাঁচ বারের বিধায়ক, তৃণমূলে আসতে চান। আমি অভিষেকের সঙ্গে যোগাযোগ করতে বলেছি।’